লালমনিরহাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
১০ মার্চ ২০২৫ ১৯:৪২
লালমনিরহাট: লালমনিরহাটে চাঞ্চল্যকর হাসিনা হত্যা মামলার আসামি আশরাফুল ইসলামকে (৫৯) গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে লালমনিরহাটের পুলিশ সুপার এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। ২৫ বছর আগে আশরাফুলের সঙ্গে হাসিনার (৪৪) বিয়ে হয়।
পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, স্বামী আশরাফুল ইসলাম স্ত্রী হাসিনাকে হত্যার বিষয়ে স্বীকার করেছেন। আশরাফুল অপর স্ত্রী মেহেরুনকে খুশি করতে হাসিনাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যায় অন্য কেউ জড়িত আছে কিনা এবং কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে জানতে আসামির রিমান্ড চাওয়া হবে বলেও জানায় পুলিশ সুপার।
গত বুধবার দুপুরে লালমনিরহাটের ফুলগাছ এলাকার একটি ভুট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার হয়। পরে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে পরিচয় সনাক্ত করা হয়। ওইদিন দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করা হয়।
নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমের দেওয়া তথ্যে পুলিশ শনিবার বিকালে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে দূর্গাপুর সীমান্ত এলাকায় তামাকখেত থেকে হাসিনার মাথা উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি স্বামী আশরাফুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সারাবাংলা/এসআর
চাঞ্চল্যকর হাসিনা হত্যা লালমনিরহাট স্ত্রী হত্যা স্বামী গ্রেফতার