টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা তিন ইটভাটার মালিকের আট লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার ও জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষ। এ সময় ফায়ার সার্ভিস কর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান, দীর্ঘদিন যাবৎ ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন তোয়াক্কা না করে ইট তৈরি ও পোড়ানোর অভিযোগে মেসার্স এশিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এসকে ব্রিকস’র ৩ লাখ টাকা ও মেসার্স এসআর ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।