Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের ঈদে পাওয়া যাবে না নতুন নোট

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২১:৫৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২৩:২৯

নতুন টাকা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার বাজারে নতুন টাকা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিছুদিন পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদে নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী মে মাসে নতুন ডিজাইনের নোটগুলো বাজারে আসবে বলে জানা গেছে।

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

এর আগে ঈদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনায় বিভিন্ন ব্যাংকের ঢাকার ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত এসব শাখা থেকে আগের ডিজাইনের ৫, ২০ ও ৫০ টাকা বাজারে ছাড়ার কথা বলা হয়। তবে সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগের ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলা হয়েছে।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে আগামী মে মাসে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন এরই মধ্যে ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে সাধারণভাবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। যে কারণে আগামী এপ্রিল কিংবা মে মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে।

জানা গেছে, নতুন নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা। ওই নোটে শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়ালচিত্র বা গ্রাফিতি যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ঈদ টপ নিউজ টাকা নতুন নোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর