‘অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে’
১০ মার্চ ২০২৫ ২২:০১ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২৩:৪৪
খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রোজাদাররা যাতে জুলুমের শিকার না হন সে জন্য অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার উত্তম সময় হচ্ছে রমজান। রমজানকে সামনে রেখে অসৎ উপায়ে মজুদদারী করা হারাম।
সোমবার (১০ মার্চ) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শোভনা দারুস সুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি পবিত্র মাহে রমযানের শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মগঠন, তাক্বওয়া অর্জন এবং ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, অতিমুনাফার লোভে পণ্যসামগ্রী মজুদদারী করে জাতিকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এটা নবীর (সা.) শিক্ষা। আমরা অসাধু মন্দের কাতারে থাকতে চাই না। জান্নাতে থাকতে চাই, শয়তানের সঙ্গে থাকতে চাই না। ভালো হবার মু’ত্তাকি হবার মাস রমজান। নৈতিকভাবে যা হালাল তা অর্জনের চেষ্টা করতে হবে।
শোভনা ইউনিয়ন জামায়াতের আমির মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল বাশার খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস প্রমুখ।
সারাবাংলা/এসআর
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অসাধু ব্যবসায়ী কঠোর হস্তে দমন খুলনা বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাবাংলা