Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ মার্চ ২০২৫ ০৮:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৯:৩৬

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় নয়ন মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত নয়ন উপজেলার সমশপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া এলাকার আজাদ মোল্লার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

নয়নের পরিবার জানায়, প্রায় তিন মাস আগে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে পা ভেঙে যায় নয়নের। তার পায়ে অপারেশন করে রড বসানো হয়। এ কারণে তার পায়ে তীব্র ব্যথা হতো।

তারা আরও জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নয়নের মা খাবার দিতে গেলে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে নয়নকে ঝুলে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

নয়নের পরিবারের দাবি, ব্যথার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অনুরোধে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর