Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদির যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫ ১৩:০১ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৪

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সাথে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১১ মার্চ) জেদ্দায় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আসন্ন আলোচনার আগে অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন আশা করছে এই বৈঠক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউক্রেন সংকট সমাধান এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। জেদ্দার আল-সালাম প্রাসাদে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র, ইউক্রেনের দীর্ঘদিনের প্রধান মিত্র হলেও, বর্তমানে যুদ্ধ দ্রুত শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে তারা মস্কোর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য প্রদান স্থগিত রেখেছে।

যুক্তরাষ্ট্রের নতুন নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে ইউক্রেন কূটনৈতিকভাবে বাস্তববাদী অবস্থান নেওয়ার চেষ্টা করছে। গত মাসে ওভাল অফিসে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাকবিতণ্ডা ইউক্রেনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে, যা জেলেনস্কি-ট্রাম্প বৈঠকের পর প্রথমবারের মতো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিছুটা সতর্ক মন্তব্য করে বলেন, ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবারের (১১ মার্চ) আলোচনায় তিনি নিজে উপস্থিত থাকবেন না। ইউক্রেনীয় প্রতিনিধি দলে তার চিফ অব স্টাফ, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থাকবেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্ববর্তী টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আমরা গঠনমূলক সংলাপে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। সিদ্ধান্ত গ্রহণ ও পদক্ষেপ নির্ধারণের ব্যাপারে আলোচনা করব।’

শান্তি আলোচনা শুরুর আগের রাতে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে।

জেলেনস্কি একটি সাময়িক যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং আকাশ ও সমুদ্রে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে রাশিয়ার সদিচ্ছার পরীক্ষা হিসেবে দেখছেন।

তবে, রাশিয়া এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, এটি কিয়েভকে সময় কেনার একটি কৌশল মাত্র।

যুক্তরাষ্ট্রের সমর্থন অনিশ্চিত হয়ে পড়ায় জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে, যার মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, তারা দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ বাড়িয়েছে এবং দূরবর্তী শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ১ হাজার ২০০ বিমান-নির্দেশিত বোমা, ৮৭০ ড্রোন আক্রমণ এবং ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সারাবাংলা/এনজে

ইউক্রেন জেলেনস্কি বৈঠক যুক্তরাষ্ট্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর