Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের শুল্কারোপে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৪

শুল্ক নীতি আরোপে এশিয়ার শেয়ারবাজারে ধসে চিন্তিত বিনিয়োগকারীরা। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত নীতির নেতিবাচক অর্থনৈতিক প্রভাবে সোমবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। এশিয়াতেও মঙ্গলবার (১১ মার্চ) দিনের শুরুতে বাজারে ধস দেখা গেছে।

ট্রাম্প সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একে পরিবর্তনের সময়কাল বলে উল্লেখ করেন। সম্ভাব্য মন্দা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এসব বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে আমরা এমন একটি বড় কাজ করছি, যা মার্কিন অর্থনীতিতে সম্পদ ফিরিয়ে আনছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) নিউইয়র্ক শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টেসলা শেয়ারের দাম একদিনেই ১৫ দশমিক ৪ শতাংশ কমে গেছে। এআই চিপ নির্মাতা এনভিডিয়া ৫ শতাংশ হ্রাস পেয়েছে। মেটা, অ্যামাজন ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর শেয়ারেও ব্যাপক দরপতন হয়েছে।

এশীয় শেয়ারবাজারেও ট্রাম্পের নীতির প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ১ শতাংশ কমে গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নীতির অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে। শেয়ারবাজারের এই ধসের পর সোমবার (১০ মার্চ) মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘শেয়ারবাজারের মনোভাব এবং প্রকৃত ব্যবসা ও অর্থনৈতিক প্রবণতার মধ্যে বড় পার্থক্য রয়েছে। দীর্ঘমেয়াদে প্রকৃত ব্যবসায়িক কার্যক্রমই অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, ‘শিল্প নেতারা ট্রাম্পের এজেন্ডা, বিশেষ করে শুল্ক নীতির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন।’

বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, চীন, মেক্সিকো ও কানাডায় আরোপিত ট্রাম্পের নতুন শুল্ক নীতি আমদানি খরচ বাড়িয়ে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়িয়ে তুলতে পারে।

ট্রাম্প দাবি করেছেন, চীন, মেক্সিকো ও কানাডা অবৈধ মাদক ও অভিবাসীদের প্রবাহ বন্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তবে এই তিন দেশই তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গত সপ্তাহে মার্কিন শেয়ারবাজার ট্রাম্পের নির্বাচনি জয়ের আগে দেখা অবস্থানে ফিরে গেছে। নির্বাচনের পর বিনিয়োগকারীরা কর ছাড় ও ব্যবসাবান্ধব নীতির আশায় বাজার চাঙ্গা করেছিলেন। কিন্তু এখন বিনিয়োগকারীরা তার নীতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন করে চিন্তিত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্ব অর্থনীতি নতুন এক অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

সারাবাংলা/এনজে

এশিয়া কানাডা চীন ট্রাম্প ধস মেক্সিকো শুল্ক শেয়ারবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর