সিরিয়ার সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের ঐক্যমত চুক্তি
১১ মার্চ ২০২৫ ১৪:১২
এসডিএফ কমান্ডার মাজলুম আবদি অন্তর্বর্তী রাষ্ট্রপতি আহমেদ আল-শারা (র) এর সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: সংগৃহীত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) দেশটির সরকারি বাহিনীর সঙ্গে একীভূত হওয়ার একটি চুক্তিতে সম্মত হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।
এই চুক্তির আওতায় মার্কিন-সমর্থিত এসডিএফ যুদ্ধবিরতি ঘোষণা করবে এবং সীমান্ত চৌকি, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণ সরকারকে হস্তান্তর করবে।
চুক্তিটি সিরিয়ার কুর্দিদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয় এবং সকল সিরিয়ানের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে।
এসডিএফ কমান্ডার মাজলুম আবদি এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সোমবার (১০ মার্চ) এই চুক্তিতে স্বাক্ষর করেন।
মাজলুম আবদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘এটি নতুন সিরিয়া গঠনের একটি বাস্তব সুযোগ। আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, যা সকল সিরিয়ানের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।’
এই চুক্তি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শরার জন্য একটি বড় অগ্রগতি, যিনি গত ডিসেম্বরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছিলেন।
চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন সিরিয়ার পশ্চিমাঞ্চলে আসাদপন্থীদের বিরুদ্ধে দমন-পীড়নের প্রতিশোধমূলক হামলায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই আসাদের সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের সদস্য।
এই সমঝোতা এসডিএফ এবং তুরস্কের মধ্যে চলমান সংঘাত প্রশমিত করতে পারে। এসডিএফের বিরুদ্ধে তুরস্ক ও তুর্কি-সমর্থিত সিরিয়ান বিদ্রোহী গোষ্ঠীগুলো সীমান্ত থেকে তাদের হটানোর চেষ্টা করছে।
তবে এই চুক্তির ব্যাপারে তুরস্ক এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
১৩ বছরের সিরিয়ার গৃহযুদ্ধে এসডিএফ সরাসরি আসাদ সরকার বা বিদ্রোহীদের সঙ্গে যুক্ত ছিল না। বর্তমানে তারা ৪৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় আইএস (ইসলামিক স্টেট) গোষ্ঠীকে পরাজিত করে।
এছাড়া, এসডিএফ ১০ হাজার আইএস বন্দিকে কারাগারে আটক রেখেছে এবং ৪৬ হাজার আইএস-সম্পৃক্ত নারী ও শিশুকে বিভিন্ন শিবিরে রাখা হয়েছে।
তুরস্ক এসডিএফের প্রধান মিলিশিয়া ‘পিপলস প্রোটেকশন ইউনিটস’-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে এবং একে নিষিদ্ধ ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’-এর অংশ বলে মনে করে।
মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী কুর্দিদের জনসংখ্যা ২৫-৩৫ মিলিয়নের মধ্যে, যারা তুরস্ক, ইরাক, সিরিয়া, ইরান ও আর্মেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে।
সিরিয়ার জনসংখ্যার ১০ শতাংশ কুর্দি, যাদের আসাদ পরিবারের শাসনামলে দীর্ঘদিন নিপীড়ন ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।
এই সমঝোতা চুক্তির ফলে সিরিয়ায় কুর্দিদের রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতি বাড়তে পারে, তবে এর বাস্তবায়ন কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।
সারাবাংলা/এনজে