Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহাল থাকছে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৪:২৮

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া ২০০৩ সালে যে স্বাধীনতা পুরস্কার বাতিল করা হয়েছিল, তা রহিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসঙ্গে আরও সাত জনের নাম প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে।

অতিরিক্ত সচিব মো. খালিদ রহীম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, এ রায়ে তাকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এ সিদ্ধান্ত সরকার রহিত করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত ৭ (সাত) জন বিশিষ্ট ব্যক্তিকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্য হিসেবে আবরার ফাহাদ (মরণোত্তর)।

সারাবাংলা/জেআর/ইআ

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর স্বাধীনতা পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর