Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৭:০৩

খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

খুলনা: দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টার দিকে খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক থেকে ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক থেকে পৃথক পৃথক দুইটি মিছিল খুলনা সরকারি মহিলা কলেজে মোড়ে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।

বিজ্ঞাপন

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নূর মোহাম্মদ আদর ইয়াসির আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি রিয়াজুল ইসলাম ফাহিমসহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

ধর্ষণ বিক্ষোভ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর