Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষকের প্রকাশ্য শাস্তির আইন চান চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৭:২৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো: ধর্ষকের প্রকাশ্য শাস্তির আইন চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তবে এ আইন পাশে ‘বৈধ সংসদ’ লাগবে বলেও মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরীর লালখান বাজারে নগর মহিলা দলের মানববন্ধন ও সমাবেশে মেয়র এ দাবি জানান। দেশজুড়ে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে মহানগর মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ তাদের সকল মৌলিক অধিকার হারিয়েছে। ১৫ বছরে শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছে। এর ফলে দেশের কোথাও এখন নারীদের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে।’

সম্প্রতি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির নাম উল্লেখ করে মেয়র বলেন, ‘এ ধরনের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতার ফল। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচরে বিএনপিকে ভোট দেয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছিল।’

মেয়র বলেন, ‘আমাদের এখন আগের প্রথা ভেঙ্গে রাষ্ট্রকে একটা নৈতিক জায়গায় আনতে হবে। একটা বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।’

চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর পরিচালনায় এতে অংশ নেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মহিলা দলের সহ সভাপতি সকিনা বেগম, মারিয়া সেলিম, আশরাফী বিনতে মোতালেব, রেনুকা বেগম, রেজিয়া বেগম মুন্নী, মাহমুদা আক্তার ঝর্ণা, ফারহানা জসিম, যুগ্ম সম্পাদক রাবেয়া বেগমর রাবু, শামসুন্নাহার প্রেমা, জাহানারা চৌধুরী, কামরুন নাহার, তাসলিমা আহমেদ লিমা, ফারহানা রোজা, হাবিবা বেগম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনজে

আইন চসিক ধর্ষক মেয়র শাস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর