বগুড়ায় যুবলীগ নেতা মতিন সরকারের ১৩ বছরের কারাদণ্ড
১১ মার্চ ২০২৫ ২০:১২
বগুড়া: বগুড়ায় দুর্নীতি কমিশনের (দুদক) মামলায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন করায় সাবেক যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে অবৈধভাবে অর্জিত ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বগুড়ার স্পেশাল জজ আদালত এ রায় দেন।
বগুড়া দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, দুদকের মামলায় মতিন সরকারের বিরুদ্ধে ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকার তথ্য গোপন এবং ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। ২০১৮ সালে দুদক মামলা দায়েরের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলার চার্জশীট দাখিল হয়। ২টি পৃথক ধারায় মতিন সরকারকে মোট ১৩ বছরের কারাদণ্ড ছাড়া তার অবৈধ ভাবে অজির্ত ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার অবৈধ সম্পদ বাজায়াপ্ত এবং জরিমানা করা হয়। এ ছাড়া অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৫ আগস্ট সরকার পতনের পর মতিন সরকার বর্তমানে পলাতক রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মতিন সরকারের ছোট ভাই তৎকালীন শ্রমিকলীগ নেতা তুফান সরকার এক কিশোরিকে ধর্ষণ ও কিশোরি এবং তার মা’কে নেড়া করে দেওয়ার ঘটনা দেশব্যপাী ব্যাপক আলোড়ন সৃস্টি করেছিল। ওই ঘটনার পর তুফান সরকার এবং ওই সময়ের যুবলীগ নেতা মতিন সরকারের অবৈধ সম্পদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। তুফান কাণ্ডের পর তুফান ও মতিন সরকার দল থেকে বহিষ্কার হয়েছিল। তুফান সরকার কারাগারে রয়েছে।
সারাবাংলা/এইচআই