জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বড় প্রবৃদ্ধি
১১ মার্চ ২০২৫ ২০:৪৬ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ২২:০৫
ঢাকা: যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রফতানিতে বড় ধরণের প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের গত জানুয়ারিতে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ৪৬ শতাংশ।
মঙ্গলবার (১১ মার্চ) ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা)’র এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
অটেক্সার তথ্যমতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে জানুয়ারি মাসে পোশাক রফতানি হয়েছিল ৫৪৭ মিলিয়ন ডলারের। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসে তা বৃদ্ধি পেয়ে ৭৯৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলারের দাাঁড়িয়েছে। অর্থাৎ মাসটিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৪৫ দশমিক ৯৩ শতাংশ।
এদিকে, বিশ্ব থেকে জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ১৯ দশমিক ৪৬ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি যেখানে ৬ হাজার ৩০ মিলিয়ন ডলার ছিলো, সেখানে চলতি বছরের জানুয়ারি মাসে তা বেড়েছে দাঁড়িয়েছে ৭ হাজার ২০৪ মিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ চীনের পোশাক রফতানিও বেড়েছে ১৩ দশমিক ৭২ শতাংশ। ভিয়েতনামের বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ। বাংলাদেশের বেড়েছে ৪৫ দশমিক ৯৩ শতাংশ। ইন্দোনেশিয়ার বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ, ভারতের ৩৩ দশমিক ৬৪ শতাংশ, মেক্সিকোর ১ দশমিক ২৬ শতাংশ, কম্বোডিয়ার ২৯ দশমিক ৯৫ শতাংশ, পাকিস্তানের ১৭ দশমিক ৫০ শতাংশ ও কোরিয়ার ৫ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।
তবে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে একমাত্র হন্ডোরাসের পোশাক রফতানি কমেছে, তা প্রায় ২৬ শতাংশের বেশি।
সারাবাংলা/ইএইচটি/আরএস