ঢাকা: রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত একটায় এই বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। মিছিলের পর ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর; ল তে লাকি, তুই হাসিন তুই হাসিনা; আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে; আমার সোনার বাংলায়, শাহবাগের ঠাঁই নাই; শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস; সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে; শাহবাগী হামলা করে, ইন্টেরিম কি করে- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘চবিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।’
তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কোনদিন শাহবাগীদের পুনরুত্থান মেনে নেবো না। আমাদের দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হতে দিবো না।’
জুবায়ের বলেন, ‘কিছুদিন পরে জাতিসংঘের মহাসচিব আসার কথা। তিনি আসার আগে তারা ষড়যন্ত্র করে এইরকম পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আজকে যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনার সঙ্গে সঙ্গে কুখ্যাত লাকি আক্তারকে দ্রুত গ্রেফতার করতে হবে।’
শাহেদ ইমন নামের এক শিক্ষার্থী বলেন, ‘যখন এই ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই এই শাহবাগীরা ষড়যন্ত্র করতে নেমে এসেছে। যেই বিচারহীনতার সংস্কৃতি আনা হয়েছিল, সেই সংস্কৃতি মাড়িয়ে আমরা শাহবাগীদের বিচার করেই ছাড়ব ইনশাআল্লাহ। হয় শাহবাগীরা থাকবে, না হয় আমরা দেশের আমজনতা থাকব।’
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘শাহবাগীরা দেখ, আমরা লুঙ্গি পড়ে চলে আসছি। আপনারা দেশের আইন-শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য আজকে পুলিশের ওপর হামলা করেছেন। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেফতার করতে হবে।’
উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘হাসিনা থেকে শিক্ষা নিন। না হলে আরেকটি গণঅভ্যুত্থান দেখতে পাবেন।’