Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৪:৪৬

শেখ হাসিনাসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা : ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের হেফাজতের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও বেনজির আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ‌এছাড়া এই মামলায় চারজন অভিযুক্ত যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন ।

বুধবার (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সেই চার জন হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।

অন্যদিকে, গতকাল সাভারের আশুলিয়ায় মরদেহ পুড়িয়ে মারার ঘটনায় ট্রাইবুনাল দশজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে নায়েক মো. সোহেল মিয়া গ্রেফতার হলে বুধবার তাকে ট্রাইবুনালে হাজির করার পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। ‌এ সময় চেয়ারম্যানসহ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতার পরোয়ানা জারি বেনজির আহমেদ শেখ হসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর