Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৫:০২

ধান খেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন থেকে নিখোঁজের তিন দিন পর মনির হোসেন ওরফে কামরুল (২৬) নামে এক যুবককের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারার বিষ খেয়ে ওই যুবক আত্মহত্যা করে।

বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত মনির হোসেন ওরফে কামরুল একই উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।

সুধারাম পুলিশ জানায়, সকাল ১১দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময়ে সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) কামরুল ইসলাম বলেন, ‘কামরুল একজন বেকার যুবক ছিলেন। তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন যাবত তিনি নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন বলেও জানা গেছে। নিহতের মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

অর্ধগলিত মরদেহ উদ্ধার নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর