Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৩৫

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অপব্যবহার করেছিল। অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে অপব্যবহার করেছিল। ফলে জনস্বার্থে এগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।’

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় এ কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে হয় ভেঙে চুড়ে তছনছ করে ফেলেছেন অথবা পূর্বের আওয়ামী লীগ সরকারের ন্যয় একইভাবে অপব্যবহার করছেন। এক কথায় প্রতিষ্ঠানসমূহের ধ্বংসের ধারাবাহিকতা অপরিবর্তিত আছে। ফলে, এই সকল প্রতিষ্ঠানের সেবার মান দিনে দিনে আরও নিম্নমূখী হচ্ছে। ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তারক্ষীদেরই জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।’

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের সক্ষমতা নেই। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল, সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের মত অহিংস এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় পার্টি। সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোন নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।’

বিজ্ঞাপন

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর