চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু (৩০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রিন্টু লোকনাথপুর গ্ৰামের মোছেক আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তারে পা লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের ওপর থেকে নিচে পড়ে যান তিনি। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।