Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:৪০

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু (৩০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রিন্টু লোকনাথপুর গ্ৰামের মোছেক আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তারে পা লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের ওপর থেকে নিচে পড়ে যান তিনি। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

সারবাংলা/এসআর

চুয়াডাঙ্গা নির্মাণ শ্রমিকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর