Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ পালনের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৭:৫২ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:১৭

ঢাকা: চলতি বছরে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুম থেকে এই নতুন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

উপসচিব মামুন আল ফারুকের সই করা এই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে ২০২৫ সনের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরী) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ (পনেরো) বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্ট এর জন্ম তারিখ থেকে ধরা হবে।

এতে আরও বলা হয়, উপরে উল্লিখিত ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। বিষয়টি জরুরি।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

নতুন বয়সসীমা নির্ধারণ হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর