হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৪ কারখানায় জরিমানা
১২ মার্চ ২০২৫ ১৯:৩১
=দিনাজপুর: দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশকিছু অভিযোগে চারটি সেমাই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সোমাই কারখানায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এই জরিমানা করেন।
এ সময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় একটি লাইসেন্স দিয়ে একাধিক সেমাই কারখানা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রঙ ব্যবহারের অপরাধে চারটি কারখানা মালিককে এসব জরিমানা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্সবিহীন কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এইচআই