Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ফেরানো হচ্ছে খোরশেদ আলম খাস্তগীর ও সামিয়া আঞ্জুমানকে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১১:৩৪ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১১:৫৭

ঢাকা: মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে ঢাকায় সদর দফতরে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমকেও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) শাহ আসিফ রহমানের সই করা পৃথক অফিস আদেশ জারি করেছে। ওই অফিস আদেশে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর ও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমকে সদরদফতর, ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিসিএস ২০তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীরকে বিগত সরকারের সময়ে গত বছরের ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খাস্তগীরের সেই নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করা হয়।

অন্যদিকে ২০২১ সালের অক্টোবরে বিসিএস ২১তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা সামিয়া আঞ্জুমকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। সামিয়া আঞ্জুম প্রায় সাড়ে তিন বছর লস এঞ্জেলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

পররাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর