Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডির কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:১৬

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব।

ঢাকা: ‎নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা মনে করি এনআইডির কার্যক্রমটা ইসির অধীনেই থাকা উচিত। এর বাইরে যদি কাঠামোগত কোন বিষয় থেকে থাকে, এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোন তথ্য নেই।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।

‎আখতার আহমেদ বলেন, ‘এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি ২০০৭ সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে। এখান থেকে আমরা কাম্য সেবা দিচ্ছি ও সেবা সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করছি। কাজেই যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটিকে আবার নতুন করে গড়ে তোলার চেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিকেই সম্প্রসারণ করা যৌক্তিক বলে মনে করি। এটাই আমরা বারবার বলে আসছি।’

‎ইসির অধীনেই এনআইডি সুরক্ষিত কি-না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘১৮২টি সংস্থা ইসির কাছ থেকে তথ্য নিচ্ছে। অন্যান্য সংস্থাও তথ্য নিচ্ছে। সুরক্ষিত বলেই তারা তথ্য নেয়।’

‎ইসি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তারা আমাদেরই সহকর্মী। তাদের দিক দিয়ে দাবি ঠিক আছে।’

‎সারাবাংলা/এনএল/এমপি

এনআইডি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর