Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডির কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:১৬

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব।

ঢাকা: ‎নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা মনে করি এনআইডির কার্যক্রমটা ইসির অধীনেই থাকা উচিত। এর বাইরে যদি কাঠামোগত কোন বিষয় থেকে থাকে, এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোন তথ্য নেই।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।

‎আখতার আহমেদ বলেন, ‘এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি ২০০৭ সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে। এখান থেকে আমরা কাম্য সেবা দিচ্ছি ও সেবা সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করছি। কাজেই যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটিকে আবার নতুন করে গড়ে তোলার চেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিকেই সম্প্রসারণ করা যৌক্তিক বলে মনে করি। এটাই আমরা বারবার বলে আসছি।’

বিজ্ঞাপন

‎ইসির অধীনেই এনআইডি সুরক্ষিত কি-না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘১৮২টি সংস্থা ইসির কাছ থেকে তথ্য নিচ্ছে। অন্যান্য সংস্থাও তথ্য নিচ্ছে। সুরক্ষিত বলেই তারা তথ্য নেয়।’

‎ইসি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তারা আমাদেরই সহকর্মী। তাদের দিক দিয়ে দাবি ঠিক আছে।’

‎সারাবাংলা/এনএল/এমপি

এনআইডি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর