Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরার সেই মেয়েটির মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২২:৩৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক জানান।

মির্জা ফখরুল বলেন, ‘‘মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা একটা ছোট্ট শিশুর ওপর দিয়ে গিয়েছিল। কতটা ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে, আমাদের লজ্জা দিয়ে এবং কাঁদিয়ে সে বিদায় নিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’’

বিজ্ঞাপন

বিবৃতিতে মেয়েটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি নির্যাতনকারী নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/ইআ

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর