মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলার তদন্ত দ্রুত শেষ হবে: আইজিপি
১৩ মার্চ ২০২৫ ১৬:২২
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটির তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, এদিন দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মগুরায় ধর্ষণের শিকার শিশুটি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, মাগুরা পৌর এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ দিবাগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এরপর শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শিশুটিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেছেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামি চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
সারাবাংলা/এমএইচ/এনজে