Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা ১৬ মার্চ

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:০৮

রাজধানীর সরকারি সাত কলেজকে পৃথক করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে কলেজগুলোর ছাত্র প্রতিনিধিবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা ডাকা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বার্তায় এ তথ্য আগামী রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভাটি শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মহানগরের ০৭ (সাত) কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান সভাপতিত্বে কনফারেন্স রুমে আগামী ১৬ মার্চ রোববার সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে বিগত সভাগুলোতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত টিম লিডারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বার্তায় আরো বলা হয়েছে, উক্ত সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সদস্যবৃন্দ, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ ও ছাত্র প্রতিনিধিবৃন্দের টিম লিডারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

রাজধানীর সরকারি সাতগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

সারাবাংলা/এমআর/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর