খুলনা: খুলনায় বাসের ধাক্কায় শাহিন (৪৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রূপসা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন লবনচরা থানার বোখারীয়াপাড়া এলাকার মোসলেম শেখের ছেলে।
সূত্রে জানা গেছে, বিকেলে বরিশাল থেকে খুলনাগামী তিতাশ নামের একটি বাস (কুমিল্লা ব ১১-০২১৭) ব্রেক ফেল করে মোটরসাইকেল ও ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে শাহিন ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেল চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।