Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে বিএনপি নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৭:২৬

বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা

বাগেরহাট: বাগেরহাটের রামপালে শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তুহিনের বহিষ্কারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় ফয়লাহাট বাসস্টান্ডে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মাহাতাব আলী মোড়ল, হাওলাদার জাহিদুল ইসলাম, তিতাস শেখ, শেখ আব্বাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলেন আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. আক্তারুল মোড়ল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, পল্লব হোসাইন রাজু, শেখ ইয়াছিন আরাফাতসহ আরও অনেকে।

সম্প্রতি বিএনপি নেতা-কর্মীদের উপর নৃশংস হামলার বিচার দাবি করেন। আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার কারণে হাফিজুর রহমান তুহিনের বিচার দাবি করা হয় সমাবেশে।

সারাবাংলা/এনজে

বিএনপি সভা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর