Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হচ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৭:৩২

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা: শিগগিরই পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছিলো তথ্য দিয়ে তিনি বলেন, এগুলো শুক্রবার (১৪ মার্চ) থেকেই বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং এ এ তথ্য জানান আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক রয়েছে। তাই এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া মাগুরার শিশুর ব্যাপারে বলতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ময়না তদন্ত আজকেই (১৩ মার্চ) করা হবে। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হবে উল্লেখ করে বলেন, ৭ দিনের মধ্যে বিচার শুরু হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।

সারাবাংলা/জেআর/এনজে

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর