Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতি, পিডিবিতে দুদকের অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:৩১

আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম ব্যুরো: ২৬ বছর আগে মারা যাওয়া এক কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পিডিবি কর্মকর্তাদের যোগসাজশে এ জালিয়াতির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নগরীর আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে অভিযানে যায় দুদকের টিম। এতে নেতৃত্ব দেন দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ আলম।

বিজ্ঞাপন

জানা গেছে, ১৯৯৯ সালে চট্টগ্রামে পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি লোহাগাড়া জেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনীত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর।

সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত দুই ছেলে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবি কর্মকর্তাদের যোগসাজশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে অভিযানে যাওয়া দুদক জেলা কার্যালয়-১ এর উপ সহকারী পরিচালক আপেল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘মৃত কর্মচারীর স্ত্রীর তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করেছি। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এখন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশের যে অভিযোগ করা হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখব। আমরা রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনজে

অভিযান জালিয়াতি দুদক পিডিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর