Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৮:০৮

নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নরসিংদী: জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করে তারা।

দাবি আদায়ের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় কর্মকর্তা-কর্মচারীরা। জেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আকন্দের নেতৃত্বে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেয় মানববন্ধনে।

বিজ্ঞাপন

এ সময় কর্মকর্তারা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধিনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় রেখে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সারাবাংলা/এনজে

এনআইডি নির্বাচন কমিশন মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর