Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হিযবুতের ২ সদস্য রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৯:৪৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন।

গ্রেফতার দুজনের মধ্যে সাব্বিরুল হাসান নামে একজনকে দুইদিন এবং মারুফ হাসান নামে অপরজনকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাদের সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

নগরীর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘গত ৮ ও ১০ মার্চ ডিবি হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে। ডিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা তদন্তও ডিবি করছে।’

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রামের মেট্টোপলিটন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর