Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার একদিনেই শেষ হচ্ছে লালন স্মরণোৎসব

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২০:০৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:৩০

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া বাড়ি

কুষ্টিয়া: প্রায় দু’শ বছর আগে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় চৈত্রের দৌলপূর্ণিমা তিথীতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ভক্তদের খাঁটি করে গড়ে তুলতে লালন শাহ কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নিজের এই আখড়া বাড়িতে সাধুসঙ্গ করতেন।

১২৯৭ বঙ্গাব্দে মরমী সাধক লালন ফকিরের মৃত্যুর পর থেকে লালন স্বরণোৎসব নামে ওই উৎসব চালিয়ে আসছে তার ভক্তরা। আধ্যাত্বিক জগতের মহাগুরু লালনকে স্মরণ করে, অজানাকে জানতে, জ্ঞাণ সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষে দিনক্ষন ঠিক রেখে দেশ বিদেশ থেকে লালন ভক্তরা এই উৎসবে এসে যোগ দেন।

বিজ্ঞাপন

তবে এবার পবিত্র রোজার মধ্যে লালন উৎসব স্বল্প পরিসরে হওয়ায় সাধু ভক্তদের উপস্থিতিও কম। বাউল মেলা, সঙ্গীতানুষ্ঠান না থাকায় তেমন কোনো দর্শনার্থীও নেই। তবে অনুসারী যারা এসেছেন তারা লালনের রীতি মেনে সাধু সঙ্গ করবেন।

বৃহষ্পতিবার (১৩ মার্চ) একাডেমির আনুষ্ঠানিকতা শেষ হলেও শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পূর্ণসেবা গ্রহণ করে বাউলরা আখড়াবাড়ি ছেড়ে যাবেন।

লালন একাডেমি আজ বিকেলে আখড়াবাড়িতে একাডেমির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই শেষ করবেন লালন স্বরণোৎসব।

লালন মাজারের খাদেম খোদা বক্স ফকির বলেন, ‘আজ সন্ধ্যায় আমরা গুরুকার্যে বসব। ভোরে সেহরীর পূর্বেই আমরা বাল্য সেবার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শেষ করব। তবে যদি কেউ দুপুরে থাকে তাহলে তারা নিজেদের কাফেলায় নিজেদের উদ্যোগে পূণ্য সেবা নিবে। আমরা সকালেই সবাইকে বিদায় দিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সকল ধর্মের মানুষের মাঝে সত্যের বাণী প্রচারের মাধ্যমে আমরা আমাদের মানবতার ধর্ম প্রচার করি। এজন্য কারও ধর্মের মানুষ কষ্ট পাক এটা আমরা চাই না।’

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌফিকুর রহমান জানান, লালন স্মরণোৎসবের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-র‌্যাব এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

পরের উৎসবে একতারা দ্বোতারা আর ঢোল বাশির সুরে ও আধ্যাত্মিক গানে প্রকম্পিত হয়ে উঠবে লালন আখড়াবাড়ি এমনটাই প্রত্যাশা লালন ভক্তদের।

সারাবাংলা/এইচআই

ফকির লালন শাহ লালন স্মরণোৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর