নতুন রাজনৈতিক দলে নতুনত্ব দেখছি না: ছাত্রদল সেক্রেটারি
১৩ মার্চ ২০২৫ ২০:২২ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২১:৪৬
চট্টগ্রাম ব্যুরো: নতুন রাজনৈতিক দলে নতুনত্ব কিছুই দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি একথা বলেন। চবি ছাত্রদল এ স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
নাসির উদ্দীন নাসির বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তোর কথা বলে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু এই দলে আমরা নতুনত্ব কিছুই দেখছি না। এই দল যে সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, তাতে নতুন কিছুই দেখছি না। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ ওয়েতে হয়েছে। ফরেন পলিসির ব্যাপারেও আমরা নতুন কিছু দেখছি না।’
তিনি আরও বলেন, ‘নতুন এই রাজনৈতিক দল কোনোভাবেই তাদের সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন, তাহলে দেখবেন তারা পুরনো রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে।’
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল নোমানের সন্তান সাইদ আল নোমান তুর্য এবং চবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী।
সারাবাংলা/এমআর/পিটিএম