Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেট
১৩ মার্চ ২০২৫ ২০:৩১ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২১:৪৬

মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত

ঢাক: মাগুরার নোমানী ময়দানে ৮ বছরের ধর্ষণের শিকার শিশুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ৭টায় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন অসংখ্য মানুষ। এর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার শিশুটির মরদেহ মাগুরায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়, অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়।

১৩ মার্চ, দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর শিশুটির হৃদস্পন্দন আর ফেরেনি।

গত ৮ মার্চ রাতে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ধর্ষণের ঘটনার পর, মামলা দায়ের করা হয় এবং তদন্তের অংশ হিসেবে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আসামিদের ডিএনএ নমুনা জমা দেওয়া হয়, পাশাপাশি শিশুটির ডিএনএ নমুনাও পরীক্ষা করা হয়।

সারাবাংলা/এফএন/এসআর

মাগুরা সেই শিশুর জানাজা সম্পন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর