নির্ধারিত সময়ে সংস্কার সুপারিশের বিষয়ে মতামত দিয়েছে ৭টি দল
১৩ মার্চ ২০২৫ ২০:৫০ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৩৪
ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র সাতটি দল মতামত দিয়েছে। আর ১৬টি দল সময় চেয়েছে। অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন ফের যোগাযোগ করছে।
জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এমএম ফজলুল রহমান জানান, গত ৬ মার্চ সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো তালিকাভুক্ত করে ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এদেরকে ১৩ মার্চের মধ্যে মতামত দিতে বলা হয়েছিল।
এদিকে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক বৈঠক শুরুর প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন আলোচনার মাধ্যমে সংস্কার সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এ বিষয়ে নাগরিকদের মতামত জানতে শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। অনলাইনে যে কোন নাগরিক সংস্কারের বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে পারবেন।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করে। এরমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন গত ৮ ফেব্রুয়ারি তাদের সুপারিশ সংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই ছয়টি কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের মেয়াদ ছয় মাস।
সারাবাংলা/এএইচএইচ/আরএস