জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে ১১ দাবি কক্সবাজারের শিক্ষার্থীদের
১৩ মার্চ ২০২৫ ২০:৫২
ঢাবি: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর কক্সবাজার আগমন উপলক্ষ্যে জনগুরুত্বপূর্ণ ১১ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কক্সবাজার জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) বিকেলে ঢাবির সাংবাদিক সমিতির কক্ষে এই সংবাদ সম্মেলন ১১টি দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে তাদের দাবিগুলো তুলে ধরেন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের সভাপতি মোর্তজা হোছাইন শাফী, সাধারণ সম্পাদক মো. এমরান খান ও সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম রানা।
তাদের দাবিগুলো হলো-
- জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
- কক্সবাজার জেলায় প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে।
- প্রতিটি উপজেলায় লবণ শোধনাগার স্থাপন করা
- কক্সবাজার মহেশখালী নৌ রুটে বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানকল্পে কমিশন গঠন পূর্বক অতিদ্রুত যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা।
- কক্সবাজারে চলমান সরকারী বেসরকারী প্রকল্পগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারিত্ব নিশ্চিত করা।
- কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও উন্নয়নের জন্য ‘উপকূল মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা।
- কক্সবাজারের বিভিন্ন উপজেলায় নির্বিচারে পাহাড় নিধন, নদী, খাল-বিল ও চর দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি পদক্ষেপ নেওয়া এবং পর্যটন এরিয়ায় অবৈধভাবে স্থাপিত যাবতীয় স্থাপনা উচ্ছেদ করা।
- মিয়ানমার সীমান্তে মানবপাচার, মাদক, চোরাচালান, অপহরণ ও যাবতীয় অবৈধ কার্যকলাপ বন্ধ দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়া এবং সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী জনবল বৃদ্ধি করা।
- কক্সবাজার জেলায় উৎপাদিত দেশের অন্যতম পণ্য-মিষ্টি পান, চিংড়ি, কাঁকড়া, শুঁটকিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়াসহ দেশীয় ও আন্তর্জাতিক বাজারজাতকরণে সরকারি সহযোগিতা করা।
- প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে আগাম সতর্কীকরণ ব্যবস্থা আধুনিক, সহজ ও যুগোপযোগী করা এবং পর্যাপ্ত বেড়িবাঁধ নির্মাণ ও আশ্রয়কেন্দ্র স্থাপন করা।
- উপকূলবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা, জনবল ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা।
সারাবাংলা/এআইএন/এইচআই
কক্সবাজার স্টুডেন্টস ফোরাম জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে