Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে ‘গুলি করে হত্যা’র খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২০:৫২ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:৫৮

নিহত দাবি করা কমল বিকাশ চাকমা। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি: জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রূপবান গ্রামে কমল বিকাশ চাকমা (৪৮) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রূপবান বাজারের একটি দোকানে ঢুকে সশস্ত্র একদল দুর্বত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিতে নিহত কমল বিকাশ চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার ঢেবাছড়া গ্রামের জগন্নাথ চাকমা ছেলে। কমল বিকাশ চাকমা জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষে ওই এলাকায় চাঁদা সংগ্রহ করতেন বলে স্থানীয় সূত্রগুলো বলছে। যদিও এ ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য জানা যায়নি।

তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ফেসবুকে এক পোস্টে জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা লেখেন, ‘১২ মার্চ (বুধবার) বিকাল ৪টার সময় বরকল উপজেলার সুবলং ইউনিয়নের অন্তর্গত রূপবান দোকান/বাজারে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে কমল বিকাশ চাকমাকে হত্যা করে চলে যায়। এতে পাগলীছড়া নিবাসী বিমল কান্তি চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।’

সুবলং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, ‘গতকাল (বুধবার) বিকেলে রুপবান বাজারে একজনকে গুলিকে মারা হয়েছে। তবে কে বা কারা করেছে সেটা জানি না। তবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিটি কোন একটা আঞ্চলিক দলের লোক হবে।’

এদিকে বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘বুধবার বিকেলে সুবলং এলাকায় পাহাড়ি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে হতাহতের খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী গিয়ে সেখানে কারও লাশ কিংবা আহত কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কোনো পক্ষ থেকে অভিযোগ বা মামলাও করা হয়নি।ৃ

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

জেএসএস কর্মী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর