প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালুর বিরুদ্ধে মামলা
১৩ মার্চ ২০২৫ ২১:৩০ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২১:৪৪
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে এক প্রতিবন্ধী নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে খালু হাসান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় নারীর মা মামলা করেন। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত হাসান আলী বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পাতিতাপাড়ার হাকিমুদ্দিনের ছেলে। সে সিএনজিচালিত অটোরিকশাচালক। তার একাধিক স্ত্রী রয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক।
পুলিশ জানায়, হাসান আলী তার স্ত্রীর বড় বোনের বাড়িতে থাকতেন। ওই রাতে ভয় দেখিয়ে হাসান আলী স্ত্রীর বোনের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন ভিকটিম ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এদিকে, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ধর্ষক পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ওই প্রতিবন্ধী নারীকে বৃহস্পতিবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এসআর
খালুর বিরুদ্ধে মামলা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ বগুড়া সারাবাংলা