মাগুরার সেই শিশুর মৃত্যু, টাঙ্গাইলে মশাল মিছিল
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২২:২৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২২:৪৫
১৩ মার্চ ২০২৫ ২২:২৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২২:৪৫
টাঙ্গাইল: মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর খবরে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাল মিছিল বের করেন তারা।
এ সময় তারা বলেন, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। আমার বোনের রক্ত বৃথা যেতে দিব না। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি দাবি করেন।
এ সময় শিক্ষার্থী পূজা, লাবিবা, জুলি, গৌতম, তন্ময়, ফাহাদসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ হাত এবং মুখ বেঁধে মশাল মিছিলে অংশ নেন।
এর আগে দুপুরে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ধর্ষণের শিকার সেই শিশু। সন্ধ্যায় মাগুরার নোমানী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশ নেন অসংখ্য মানুষ।
সারাবাংলা/এসআর