ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
১৩ মার্চ ২০২৫ ২৩:২৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০১:২০
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত কয়েকদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত ১০ টা ৪৫ মিনিটে চিকিৎসক ডিক্লেয়ার করেছেন যে, তিনি আর নেই। ভাইকে আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই আগামীকাল তাকে দাফন করা হবে।’
আরেক ছোট ভাই আতিক উল্লাহ সিদ্দিক জানান, আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগা মসজিদে হবে। আর দাফন হবে আজিমপুর কবরস্থানে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি চায় তাহলে দ্বিতীয় জানাজা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন আরেফিন সিদ্দিক।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন। ২০২০ সালের ১৫ জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
সারাবাংলা/ইউজে/পিটিএম