নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: মঈন খান
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২৩:১৯
১৩ মার্চ ২০২৫ ২৩:১৯
নরসিংদী: নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট যারা পাবে তারা যেন দেশ পরিচালনার দায়িত্ব পায়- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী বড় বাজার বণিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এ সময় বিএপির প্রবীণ এই রাজনীতিবিদ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গত ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে অন্যায়ভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্ত করেছিল ছাত্র-জনতা। ১৭৮৭ সালের ফ্রান্সে কারাগার ভাঙার ইতিহাসের পুনরাবৃত্তি নরসিংদী কারাগারে হয়েছে।’
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই