Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের গহীনে মিলল বয়স্ক নারী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১০:৪৭

উদ্ধার হওয়া বয়স্ক নারী

সাতক্ষীরা: সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী। তারা দুই জনই কাঁকড়া শিকারী জেলে।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি বলেন তার নাম শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে যার নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি।

বয়স্ক ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরা আলমগীর ও রহমান খাঁ বলেন, ‘নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাধুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে এনেছি এবং চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো