Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৩:৫৩

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাঙ্গামাটি: জেলা শহরের কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় মংরি রাখাইন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জেলা শহরের ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনীর স’মিলের শেষ প্রান্তে হ্রদ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

জানা গেছে, মংরি রাখাইনের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। সে ব্যবসায়িক কারণে রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় বসবাস করত।

কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং মারমা বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

কাপ্তাই হ্রদে মরদেহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর