Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৬:২৩

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ বিধবা নারীকে জিম্মি করে লুটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা লুটে নিয়েছে ৬টি মোবাইল, ২ ভরি সোনার গয়না, নগদ ৪০ হাজার টাকা, ৮পিস শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রী ও ১ কার্টন খেজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহনাজ আক্তারের (৪৫) স্বামী মারা যাওয়ায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে নিজের বসতঘরে থাকেন। বৃহস্পতিবার রাতে সবাই নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত ৮/১০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অস্ত্রের মুখে জিম্মি জিম্মি করে লুট নোয়াখালী বেগমগঞ্জ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর