Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২০:০৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২১:০৮

সাবেক ইউপি চেয়ারম্যানের প্যারোলে মুক্তি

বরিশাল: প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রয়াত সংসদ সদস্য মোকিম হাওলাদারের ছেলে কবির হোসেন হাওলাদার।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় হাতকড়া অবস্থায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের মা মেহেরুন নেসা (৭৫) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়।

পরে তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। এরপর পুলিশ পাহারায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ কামদেবপুর গ্রামে জানাজা নামাজে অংশগ্রহণের জন্য কবির হোসেনকে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, সাইদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত ২০২৪ সালের ১২ জুন কবির হোসেন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি জেলহাজতে রয়েছেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টার প্যারোলে মুক্তি পান সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

ঝালকাঠি প্যারোলে মুক্তি বরিশাল সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর