Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে গুলি: হাছান-নওফেলসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২২:৩৪

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হলেও সেটা জানাজানি হয় শুক্রবার (১৪ মার্চ) রাতে। মামলাটি দায়ের করেন এজাজ খান নামে এক ব্যবসায়ী।

বিজ্ঞাপন

মামলার অন্যতম অভিযুক্তরা হলেন- সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও হেলাল আকবর চৌধুরী বাবর।

মামলায় এজাজ খান উল্লেখ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেলে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ করে। এতে বাদী এজাজ খানের ছেলে ইয়াস শরীফ খান গুলিবিদ্ধ হন। তিনি এখন রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জনকে।

সারাবাংলা/আইসি/এসআর

আন্দোলনে গুলি চট্টগ্রাম মামলা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর