Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরার শিশু ধর্ষণের বিচারের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২৩:৩৩

অতিদ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইল: মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুর নির্যাতনকারীদের অতিদ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সেখানে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দফতর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অডিনেটর মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, মৃত্যুর ৭ দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। কিন্ত মৃত্যুর আগে কেনো এমন কার্যক্রম নেওয়া হল না। এ ছাড়া সারাদেশেই প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। তার দ্রুত পদত্যাগ দাবি করছি।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল মশাল মিছিল মাগুরার শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর