Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে টিভিডি চালকদের সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস

পর্তুগাল থেকে আমিরুল ইসলাম নয়ন
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৫

পর্তুগালের লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে টিভিডি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

পর্তুগালে টিভিডি গাড়ি চালকদের নিরাপত্তায় বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করবে বলে জানিয়েছেন দূতাবাস প্রধান এস.এম গোলাম সারওয়ার।

শুক্রবার (১৪ মার্চ) লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে টিভিডি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস অত্যন্ত আন্তরিকতার সাথে টিভিডি পরিবার সহ সকল বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতার জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রকিব মিয়া এবং পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসান (হাসান)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে আসেন অ্যাসোসিয়েশন এসেম্বলির ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রাখেন লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু সাঈদ, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি হারুণ অর রশিদ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রনি মোহাম্মাদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহাম্মেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং লিসবন শহরে টিভিডিতে কর্মরত প্রায় দেড় শতাধিক উবার কর্মী ।

এছাড়াও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের এসেম্বলির সভাপতি ইসহাক আহমেদ, এসেম্বলির সহসভাপতি সারওয়ার আহমেদ, এসেম্বলির সহসভাপতি মো. ফয়সল ইসলাম, কন্সেলয়ো ফিসক‍্যালের সহসভাপতি রাসেল রহমান।

বিজ্ঞাপন

অত্যন্ত মনোরম পরিবেশে যথাযথ ভাবে ইফতার মাহফিল সম্পন্ন হওয়ায় অ্যাসোসিয়েশনের সভাপতি এমডি হাসান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাবাংলা/এনজে

ইফতার মাহফিল টিভিডি চালক পর্তুগাল বাংলাদেশ দূতাবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর