Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে আলুর ট্রাক‌ উল্টে শ্রমিক নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১০:৩২

মরদেহ। প্রতীকী ছবি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে উলটে পড়া আলুর ট্রাক‌কে অপর ট্রা‌কের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে।

এতে ঘটনাস্থলে থাকা গোড়াই হাইও‌য়ে থানার ওসিসহ ৬ জন আহত হ‌য়েছেন। আহত‌দের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। নিহতের নাম ইলিয়াস (৩৫)। তার বা‌ড়ি রংপুর বলে জানিয়েছে পু‌লিশ।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘ‌টে।

হাইও‌য়ে পু‌লিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা আলুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উলটে যায়। প‌রে ট্রাক উদ্ধার ও আলু অন‌্য ট্রা‌কে তোলার সময় পেছন থে‌কে আরেক‌টি ট্রাক ধাক্কা দেয়। এতে ইলিয়াস না‌মের এক শ্রমিক মারা যায়। এ সময় ট্রাকের পা‌শেই থাকা গোড়াই হাইও‌য়ে থানার ওসি মাসুদ খান, সা‌র্জেন্ট ও দুই পু‌লিশ সদস‌্যসহ ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

গোড়াই হাইও‌য়ে থানার উপ-প‌রিদর্শক সিরাজ জানান, ওসিসহ চারজন পু‌লিশ সদস‌্য আহত হয়েছেন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। এই ঘটনায় এক শ্রমিক মারা গেছেন।

সারাবাংলা/এনজে

আহত নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর