Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ওভারেও মেডেন! টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৪:৪০

বাহরাইন-হংকং ম্যাচের একটি মুহূর্ত

সুপার ওভার মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনার পারদের আকাশ ছোঁয়া। মাত্র এক ওভারের এই ভাগ্য পরীক্ষাতে ব্যাটারদের চার-ছক্কা মারার চেষ্টা থাকে আরও বেশি। কিন্তু গতকাল (শুক্রবার) মালয়েশিয়ার বায়ুমাস ওভালে টি-টোয়েন্টি ম্যাচে হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রানই তুলতে পারেনি বাহরাইন। যা আন্তর্জাতিক ক্রিকেট তথা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা গেল প্রথমবার।

মালয়েশিয়াতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং ৭ উইকেটে তোলে ১২৯ রান। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে বাহরাইনও আটকে যায় ১২৯ রানেই, তারা হারায় ৮ উইকেট। ম্যাচ টাই হওয়াতে ভাগ্য গড়ায় সুপার ওভারে। পেসার ইহসান খানের করা সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলতে পারে বাহরাইন। প্রথম বল ডট, পরের দুই বলে টানা আউট হন আহমেদ নাসির ও সোহাইল আহমেদ। ১ রানের লক্ষ্য ছুঁতে তিন বল সময় নেন হংকংয়ের বাবর হায়াত।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সুপার ওভারের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড এতদিন ছিল আফগানিস্তানের দখলে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একই ম্যাচের দ্বিতীয় সুপার ওভারে মাত্র ১ রান করে আফগানরা। তবে স্বীকৃত টি-টোয়েন্টির হিসেব করলে সুপার ওভারে মেইডেন নেয়ার রেকর্ড আছে বেশ।

২০০৯ সালে্র চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে সাসেক্সের বিপক্ষে ঈগলসের বোলার সিজে ডি ভিলিয়ার্স নেন মেইডেন ওভার। ২০১৪ সালের সিপিএলে সুপার ওভারে ৬ বল করে একটিতেও রান দেননি সুনীল নারাইন। ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সেই ম্যাচে গায়ানার হয়ে এই রেকর্ড গড়েন তিনি।

সারাবাংলা/জেটি

ক্রিকেটে বিশ্বরেকর্ড টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর